Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


অফিস সম্পর্কিত

১৯৮৩ সালে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসটি প্রতিষ্ঠিত হয়। এটি নির্বাচন কমিশনের অধীন।  নির্বাচন কমিশন কর্তৃক জেলা পর্যায়ে জেলা সার্ভার ষ্টেশন নামে নিজস্ব ভবন। অত্র কার্যালয়ের আওতাধীন ০৯টি উপজেলায় ০৯টি উপজেলা নির্বাচন অফিস রয়েছে। উপজেলা অফিস ইনচার্জ সকলেই প্রথম শ্রেণীর কর্মকর্তা। ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলার (চৌহালী ব্যতীত) সকল উপজেলায় সার্ভার ষ্টেশন নামে নিজস্ব ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সকল উপজেলায় নতুন ভবনে অফিস স্থানান্তর করা হয়েছে। অত্র অফিসের মাধ্যমে ভোটার তালিকা তৈরী, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পরিচালনা, জাতীয় পরিচয়পত্র তৈরী, বিতরণ, সংশোধন, ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র সরবরাহ সারা বছর নতুন ভোটারদের অন্তর্ভূক্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণের সার্বিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসনিক যাবতীয় কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের জন্য জেলা নির্বাচন অফিস অঙ্গীকারাবদ্ধ।